হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় হলেও ৩৬ বছর আত্মগোপনে ছিলেন মঞ্জুর মোর্শেদ ওরফে রাজু উদ্দীন (৭০)। অবশেষে আজ শনিবার ভোরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর এলাকা থেকে র্যাবের অভিযানে আটক হন তিনি।
র্যাব-৫ -এর সদর দপ্তরের কোম্পানি অ্যাডজুটেন্ট তৌফিক আহম্মেদ জানান, তারা জানতে পারেন, নওগাঁর বদলগাছী থানার একটি হত্যা মামলায় ১৯৮৭ সালের দণ্ডপ্রাপ্ত আসামি মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে আছেন। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছীতে। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী শহরে এসে পলাতক রয়েছেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু উদ্দীন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে রাজপড়া থানায় হস্তান্তর করা হয়েছে।