আরও একবার কান্নায় ভেঙে পড়লেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। জানালেন, বিয়ের ৮ মাসে তিনটি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে তার স্বামী আদিল খান দুরানি।
রাখি বলেন, বিগ বস মারাঠির ঘরে যখন ছিলেন তখনই এসব সম্পর্ক শুরু হয়। সে সময় এক নারী আদিলকে ব্ল্যাকমেল করছিল। এমনকি তাকে হুমকিও দিচ্ছিল। রাখির দাবি, ওই নারীর কারণেই নিজেদের বিয়ে সকলের থেকে লুকিয়ে রেখেছিলেন তারা।
তিনি বলেন, ‘আমি আদিলের জীবনের সেই নারীটিকে সতর্ক করতে চাই, যে পরিস্থিতির সুযোগ নিয়েছিল। আমি তার নাম নেব না, তবে সময় হলে তাদের সমস্ত ছবি দেখাব।’ এ সময় ওই নারীর কারণে আদিলকে তালাক দেবেন না বলে জানান তিনি।
রাখি বলেন, ‘একজন নারী অন্য নারীর সংসার ভাঙছে। পুরুষরা কুকুর, আপনি যদি তাদের কাছে যান তবে তারা আপনাকে অবশ্যই দূরে পাঠাবে না। আমি আপনাকে সাবধান করছি, ভাববেন না আমি অন্যদের মতো চুপ থাকব।’ প্রসঙ্গত, গত মাসে রাখি-আদিল ঘোষণা করেন যে তারা বিয়ে করেছেন।