ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কোথাও বলা নাই ‘বুকের মধ্যে আগুন’ সালমান শাহের জীবনী অবলম্বনে…

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৬:২১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
  • ১১৫৩ বার পড়া হয়েছে

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজটি নিয়ে আপত্তি তুলেছেন প্রয়াত তারকা সালমান শাহের পরিবার। সিরিজটির নির্মাতা তানিম রহমান অংশুকে আইনি নোটিশও পাঠানো হয়েছে। নায়কের পরিবারের আপত্তি সত্ত্বেও সিরিজটি মুক্তি দিয়েছে হইচই।

‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজটিতে মুখ্য চরিত্রের অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে ওয়েব সিরিজটি নিয়ে  সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব।

সেখানে তিনি বলেন, ‘ওয়েব সিরিজের গল্পটি আসলে সালমান শাহের জীবন থেকে নেওয়া নয়। নির্মাতা এটি ফিকশন হিসেবে তুলে ধরেছেন। গল্পের কোথাও বলা হয়নি এটি সালমান শাহকে নিয়ে। এটিকে আমরা ফিকশন হিসেবেই গণণা করছি।’

নাটক থেকে ওটিটিতে যাচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, ‘নাটক থেকে ওটিটিতে যাচ্ছি ব্যাপারটা আসলে তেমন না। প্রত্যেকটি প্ল্যাটফর্মেই কাজ করছি। ভালো কোনো কিছুকে স্বাগত জানানো প্রত্যেকের দায়িত্ব আসলে। ওটিটি প্ল্যাটফর্ম নতুন। ওটিটিতে আমরা কাজ করবো যাতে দর্শককে ভালো কিছু দিতে পারি।’

গতকাল বৃহস্পতিবার রাতে আট পর্বের সিরিজটি মুক্তি দেওয়া হয়েছে। পর্বগুলোর নাম ‘ফিরে আসার গল্প’, ‘বন্ধু নাকি শত্রু’, ‘চেনা যখন অচেনা’, ‘স্নেহের ছলনা’, ‘উত্থান-পতন’, ‘প্রণয়ের পালাবদল’, ‘পতনের প্রস্তুতি’, ‘হত্যা নাকি আত্মহত্যা?’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

কোথাও বলা নাই ‘বুকের মধ্যে আগুন’ সালমান শাহের জীবনী অবলম্বনে…

আপডেট সময় ০৬:২১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজটি নিয়ে আপত্তি তুলেছেন প্রয়াত তারকা সালমান শাহের পরিবার। সিরিজটির নির্মাতা তানিম রহমান অংশুকে আইনি নোটিশও পাঠানো হয়েছে। নায়কের পরিবারের আপত্তি সত্ত্বেও সিরিজটি মুক্তি দিয়েছে হইচই।

‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজটিতে মুখ্য চরিত্রের অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে ওয়েব সিরিজটি নিয়ে  সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব।

সেখানে তিনি বলেন, ‘ওয়েব সিরিজের গল্পটি আসলে সালমান শাহের জীবন থেকে নেওয়া নয়। নির্মাতা এটি ফিকশন হিসেবে তুলে ধরেছেন। গল্পের কোথাও বলা হয়নি এটি সালমান শাহকে নিয়ে। এটিকে আমরা ফিকশন হিসেবেই গণণা করছি।’

নাটক থেকে ওটিটিতে যাচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, ‘নাটক থেকে ওটিটিতে যাচ্ছি ব্যাপারটা আসলে তেমন না। প্রত্যেকটি প্ল্যাটফর্মেই কাজ করছি। ভালো কোনো কিছুকে স্বাগত জানানো প্রত্যেকের দায়িত্ব আসলে। ওটিটি প্ল্যাটফর্ম নতুন। ওটিটিতে আমরা কাজ করবো যাতে দর্শককে ভালো কিছু দিতে পারি।’

গতকাল বৃহস্পতিবার রাতে আট পর্বের সিরিজটি মুক্তি দেওয়া হয়েছে। পর্বগুলোর নাম ‘ফিরে আসার গল্প’, ‘বন্ধু নাকি শত্রু’, ‘চেনা যখন অচেনা’, ‘স্নেহের ছলনা’, ‘উত্থান-পতন’, ‘প্রণয়ের পালাবদল’, ‘পতনের প্রস্তুতি’, ‘হত্যা নাকি আত্মহত্যা?’