ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজকে যে বার্তা দিলেন পরীমণি

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৯:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • ১১৩৩ বার পড়া হয়েছে

আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। গত বছরের শেষ আর নতুন বছরের শুরু- সব সময়ই ছিলেন আলোচনায় তারা। কখনও মান অভিমান আবার কখনও ভালোবাসার খুনসুটিতে ছিলেন খবরে। বর্তমানে রাজ-পরী একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে ভালোই আছেন, সুখেই কাটছে তাদের সংসার। যার প্রমাণ মেলে তাদের ফেসবুকে।

এবার এই মাধ্যমের সুবাদে স্বামী শরীফুল রাজকে নতুন বার্তা দিলেন পরীমণি। আজ সোমাবার এই চিত্রনায়িকা তার ফেসবুকে রাজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের বাসায় একটা বইয়ের পোকা আছে। রাত শেষ হয়ে যায়, তবু তার পড়া শেষ হয় না।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।

পরীর শেয়ার করা ছবিতে দেখা যায়, টেবিলে বসে কলম হাতে খুব মনোযোগসহকারে বই পড়ছেন রাজ। অভিনেতার চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে অংখ্য বই। দেখে বোঝাই যাচ্ছে, বই পড়তে খুব ভালোবাসেন রাজ।

পরীর পোস্টের নিচে রাজ লিখেছেন, ‘গুড মর্নিং’। এরপর তিনিও একটি ইমোজি দিয়েছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

রাজকে যে বার্তা দিলেন পরীমণি

আপডেট সময় ০৯:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। গত বছরের শেষ আর নতুন বছরের শুরু- সব সময়ই ছিলেন আলোচনায় তারা। কখনও মান অভিমান আবার কখনও ভালোবাসার খুনসুটিতে ছিলেন খবরে। বর্তমানে রাজ-পরী একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে ভালোই আছেন, সুখেই কাটছে তাদের সংসার। যার প্রমাণ মেলে তাদের ফেসবুকে।

এবার এই মাধ্যমের সুবাদে স্বামী শরীফুল রাজকে নতুন বার্তা দিলেন পরীমণি। আজ সোমাবার এই চিত্রনায়িকা তার ফেসবুকে রাজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের বাসায় একটা বইয়ের পোকা আছে। রাত শেষ হয়ে যায়, তবু তার পড়া শেষ হয় না।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।

পরীর শেয়ার করা ছবিতে দেখা যায়, টেবিলে বসে কলম হাতে খুব মনোযোগসহকারে বই পড়ছেন রাজ। অভিনেতার চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে অংখ্য বই। দেখে বোঝাই যাচ্ছে, বই পড়তে খুব ভালোবাসেন রাজ।

পরীর পোস্টের নিচে রাজ লিখেছেন, ‘গুড মর্নিং’। এরপর তিনিও একটি ইমোজি দিয়েছেন।