ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তেজগাঁওয়ে বস্তিতে পুড়েছে অর্ধশতাধিক ঘর

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১১:১৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • ১৩০৬ বার পড়া হয়েছে
রাজধানীর তেজগাঁওয়ে রুলিং মিল এলাকার একটি বস্তিতে লাগা আগুন সোমবার রাত ১০টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে আনুমানিক ৩৫-৫০টি ঘর এবং বেশ কিছু গ্রিলের ওয়ার্কশপ পুড়ে গেছে।

এর আগে সোমবার রাতে তেজগাঁওয়ের বাবলির পাশের রুলিং মিল এলাকার ওই বস্তিতে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, সোমবার রাত ৭টা ৫০ মিনিটে তেজগাঁওয়ের রোলিং মিলের বটতলার পেছনের অংশে (পূর্ব পাশ) টিনশেড পাটাতন ঘরের এক পাশ থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। এর ১০-২০ মিনিট পরে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরবর্তী সময়ে সর্বমোট ১১টি ইউনিট একযোগে কাজ করে। বিমানবাহিনী ও নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, ওই বস্তিতে দোতলা, তিনতলা প্রায় ৩০০টি টিনশেড ঘর এবং কিছু গ্রিলের ওয়ার্কশপ ছিল। গার্মেন্টসকর্মী এবং স্বল্প আয়ের লোকজন সেখানে ভাড়া থাকেন।

 

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। ইতোমধ্যেই ফায়ার সার্ভিস ও এয়ার ফোর্সের বিশেষজ্ঞ দল কারণ জানতে তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সাধারণ ডায়েরি বা মামলা হয়নি বলেও জানান মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

তেজগাঁওয়ে বস্তিতে পুড়েছে অর্ধশতাধিক ঘর

আপডেট সময় ১১:১৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
রাজধানীর তেজগাঁওয়ে রুলিং মিল এলাকার একটি বস্তিতে লাগা আগুন সোমবার রাত ১০টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে আনুমানিক ৩৫-৫০টি ঘর এবং বেশ কিছু গ্রিলের ওয়ার্কশপ পুড়ে গেছে।

এর আগে সোমবার রাতে তেজগাঁওয়ের বাবলির পাশের রুলিং মিল এলাকার ওই বস্তিতে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, সোমবার রাত ৭টা ৫০ মিনিটে তেজগাঁওয়ের রোলিং মিলের বটতলার পেছনের অংশে (পূর্ব পাশ) টিনশেড পাটাতন ঘরের এক পাশ থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। এর ১০-২০ মিনিট পরে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরবর্তী সময়ে সর্বমোট ১১টি ইউনিট একযোগে কাজ করে। বিমানবাহিনী ও নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, ওই বস্তিতে দোতলা, তিনতলা প্রায় ৩০০টি টিনশেড ঘর এবং কিছু গ্রিলের ওয়ার্কশপ ছিল। গার্মেন্টসকর্মী এবং স্বল্প আয়ের লোকজন সেখানে ভাড়া থাকেন।

 

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। ইতোমধ্যেই ফায়ার সার্ভিস ও এয়ার ফোর্সের বিশেষজ্ঞ দল কারণ জানতে তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সাধারণ ডায়েরি বা মামলা হয়নি বলেও জানান মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।