ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সুপ্রিম কোর্ট বার নির্বাচন : ভোটগ্রহণ বন্ধ, বিএনপিপন্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৫:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • ১২৮৭ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ বন্ধ রয়েছে। বুধবার সকাল ১০টায় আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলের আইনজীবীদের ব্যাপক হট্টগোলে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে পুলিশ লাঠিচার্জ করে বিএনপি সমর্থক আইনজীবীদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয় বলে অভিযোগ উঠেছে।

উপ-কমিটির সদস্য এ এস এম মোক্তার কবির খান বলেন, হট্টগোলের কারণে এখনো ভোটগ্রহণ শুরু হয় নাই।

তিনি জানান, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে পুলিশ লাঠিচার্জ করে বিএনপি সমর্থক আইনজীবীদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে। এ সময় বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে ও পুলিশ মারধর করেছে বলে তিনি অভিযোগ করেন।

এদিকে নির্বাচনের নিউজ কাভার করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। তারা হলেন এটিএন নিউজের জাবেদ আখতার, ইন্ডিপেন্ডেন্ট টিভির জান্নাতুল ফেরদৌস তানভী, আজকের পত্রিকার এসএম নূর মোহাম্মদ, জাগো নিউজের ফজলুল হক মৃধা, বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহিম। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত সাংবাদিক জাবেদ আখতার বলেন, তারা সাংবাদিক পরিচয় দেয়ার পরও পুলিশ তাদের মারধর করেছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

সুপ্রিম কোর্ট বার নির্বাচন : ভোটগ্রহণ বন্ধ, বিএনপিপন্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

আপডেট সময় ০৫:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ বন্ধ রয়েছে। বুধবার সকাল ১০টায় আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলের আইনজীবীদের ব্যাপক হট্টগোলে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে পুলিশ লাঠিচার্জ করে বিএনপি সমর্থক আইনজীবীদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয় বলে অভিযোগ উঠেছে।

উপ-কমিটির সদস্য এ এস এম মোক্তার কবির খান বলেন, হট্টগোলের কারণে এখনো ভোটগ্রহণ শুরু হয় নাই।

তিনি জানান, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে পুলিশ লাঠিচার্জ করে বিএনপি সমর্থক আইনজীবীদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে। এ সময় বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে ও পুলিশ মারধর করেছে বলে তিনি অভিযোগ করেন।

এদিকে নির্বাচনের নিউজ কাভার করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। তারা হলেন এটিএন নিউজের জাবেদ আখতার, ইন্ডিপেন্ডেন্ট টিভির জান্নাতুল ফেরদৌস তানভী, আজকের পত্রিকার এসএম নূর মোহাম্মদ, জাগো নিউজের ফজলুল হক মৃধা, বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহিম। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত সাংবাদিক জাবেদ আখতার বলেন, তারা সাংবাদিক পরিচয় দেয়ার পরও পুলিশ তাদের মারধর করেছে।