শক্তির নিরিখে সংযুক্ত আরব আমিরাতকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এবং বিশ্বের নবম শক্তিশালী দেশ হিসেবে আখ্যায়িত করেছে ইউএস নিউজ বেস্ট কান্ট্রিস র্যাংকিং।
ওয়েবসাইটটি জানিয়েছে, ‘শক্তির উপ-র্যাংকিং নির্ধারণ করা হয় দেশের নেতৃত্ব, অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাব ও শক্তিশালী সামরিক বাহিনীর অবস্থানের ভিত্তিতে।
র্যাংকিং নির্ধারণে অর্থনৈতিক প্রভাবের দিক থেকে আমিরাত ৯০.০ পয়েন্ট এবং সামরিক শক্তির দিক থেকে ১৯.১ পয়েন্ট লাভ করে।
র্যাংকিংয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ২০২২ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী তিন দেশ হিসেবে অভিহিত হয়েছে। আর সুইজারল্যান্ড ‘বেস্ট কান্ট্রি ওভারওল’ হিসেবে অভিহিত হয়েছে। এরপর রয়েছে জার্মানি ও কানাডা।
গত মাসে কানাডার আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আরটন ক্যাপিটালের পৃথক এক ইনডেক্সে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্রাভেল ডকুমেন্ট হিসেবে আখ্যায়িত করা হয়।
সূত্র : মিডলইস্ট মনিটর