ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জামিন পেলেন খোকন-কাজলসহ বিএনপিপন্থি ১৩ আইনজীবী

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৪:১৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • ১১৩৪ বার পড়া হয়েছে

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৩-২৪) ব্যালট পেপার ছিনতাই, হামলা ও ভাঙচুরের মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপিপন্থি নীল দলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. রুহুল কুদ্দুস কাজলসহ ১৩ আইনজীবী।

সোমবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাদের আগাম জামিন দেন। এ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্ত থেকে বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীরা মুখোমুখি অবস্থানে ছিলেন।

নির্বাচন উপ-কমিটি ঘোষণা ঘিরে দুপক্ষের দ্বন্দ্ব শুরু হয়। ভোটের আগের দিন রাতে মাহবুব উদ্দিন খোকনসহ আইনজীবীরা ব্যালট পেপার ছিঁড়ে ফেলে দেন। এমন পরিস্থিতিতে নির্বাচনের প্রথম দিনের ভোট চলাকালে সাদা (সরকার সমর্থক) ও নীল (বিএনপি সমর্থক) দলের দিনভর দফায় দফায় ধাক্কাধাক্কি, হাতাহাতি, হামলা, ভাঙচুর ও পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটে। এতে আইনজীবী, সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হন।

বুধবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু করার কথা থাকলেও আওয়ামী লীগপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোল, হাতাহাতিতে ভোট শুরু হয় দুপুর পৌনে ১২টায়। টানা দুইদিন ভোটগ্রহণ শেষে সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের সবকটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে মনোনীত প্রার্থীরা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

জামিন পেলেন খোকন-কাজলসহ বিএনপিপন্থি ১৩ আইনজীবী

আপডেট সময় ০৪:১৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৩-২৪) ব্যালট পেপার ছিনতাই, হামলা ও ভাঙচুরের মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপিপন্থি নীল দলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. রুহুল কুদ্দুস কাজলসহ ১৩ আইনজীবী।

সোমবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাদের আগাম জামিন দেন। এ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্ত থেকে বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীরা মুখোমুখি অবস্থানে ছিলেন।

নির্বাচন উপ-কমিটি ঘোষণা ঘিরে দুপক্ষের দ্বন্দ্ব শুরু হয়। ভোটের আগের দিন রাতে মাহবুব উদ্দিন খোকনসহ আইনজীবীরা ব্যালট পেপার ছিঁড়ে ফেলে দেন। এমন পরিস্থিতিতে নির্বাচনের প্রথম দিনের ভোট চলাকালে সাদা (সরকার সমর্থক) ও নীল (বিএনপি সমর্থক) দলের দিনভর দফায় দফায় ধাক্কাধাক্কি, হাতাহাতি, হামলা, ভাঙচুর ও পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটে। এতে আইনজীবী, সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হন।

বুধবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু করার কথা থাকলেও আওয়ামী লীগপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোল, হাতাহাতিতে ভোট শুরু হয় দুপুর পৌনে ১২টায়। টানা দুইদিন ভোটগ্রহণ শেষে সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের সবকটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে মনোনীত প্রার্থীরা।