বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৩ সম্পন্ন হয়েছে।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. বাহাউদ্দিন গোলাপ ও সাধারণ সম্পাদক পদে ডা. মো. তানজীন হোসেন। নির্বাচনে ‘গোলাপ-তানজীন’ প্যানেলের নিরঙ্কুশ বিজয় অর্জন করে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের অফিস কক্ষে ভোটগ্রহণ সম্পন্ন হয়।ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত তথ্যে এ ফলাফল জানা যায়।
১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পদে আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নাদিম মল্লিক, কোষাধ্যক্ষ আরহাম সাঈদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, দপ্তর সম্পাদক সৈয়দ বাহা উদ্দিন, প্রচার সম্পাদক সাইদুজ্জামান, সমাজকল্যান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আবু সায়েম, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা বেগম নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য পদে যথাক্রমে বরুণ কুমার দে, তৌছিক আহমেদ রাহাত ও মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এ কার্যনির্বাহী পরিষদ আগামী একবছর তাদের দায়িত্ব পালন করবেন।