ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চিনির দাম কেজিতে কমলো ৩ টাকা

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১০:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • ১১৩৩ বার পড়া হয়েছে

সরকার চিনির দাম কেজিতে ৩ টাকা হ্রাস করেছে। নির্ধারিত নতুন মূল্যে পরিশোধিত খোলা চিনির কেজি ১০৪ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০৯ টাকা। নতুন এই দাম আগামী ৮ এপ্রিল থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞপান জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশের আলোকে পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য সমন্বয় করা হয়েছে। গত ১৯ মার্চ অনুষ্ঠিত ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ট্যারিফ কমিশন এই সুপারিশ করে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানিকৃত অপরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৩ হাজার টাকা এবং পরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৬ হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করে। এছাড়া চিনি আমদানিতে নিয়ন্ত্রক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মূলত শুল্ক কমানোর প্রভাবকে বিচেনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি পরিশোধিত খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনি ১১২ টাকা নির্ধারণ করা হয়েছিল। সূত্র : বাসস

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

চিনির দাম কেজিতে কমলো ৩ টাকা

আপডেট সময় ১০:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

সরকার চিনির দাম কেজিতে ৩ টাকা হ্রাস করেছে। নির্ধারিত নতুন মূল্যে পরিশোধিত খোলা চিনির কেজি ১০৪ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০৯ টাকা। নতুন এই দাম আগামী ৮ এপ্রিল থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞপান জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশের আলোকে পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য সমন্বয় করা হয়েছে। গত ১৯ মার্চ অনুষ্ঠিত ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ট্যারিফ কমিশন এই সুপারিশ করে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানিকৃত অপরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৩ হাজার টাকা এবং পরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৬ হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করে। এছাড়া চিনি আমদানিতে নিয়ন্ত্রক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মূলত শুল্ক কমানোর প্রভাবকে বিচেনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি পরিশোধিত খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনি ১১২ টাকা নির্ধারণ করা হয়েছিল। সূত্র : বাসস