বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছিলেন ভোক্তা অধিদপ্তর বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রানী মিত্র।
অভিযান পরিচালনাকারী সুমী রানী মিত্র বলেন, ভোক্তা আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে নগরীর চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।