বরিশালে কীর্তনখোলা নদীর বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৮ টি বেহুন্দী জাল সহ ৪ জেলেকে আটক করা হয়।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান ও মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামতের নেতৃত্বে নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ৪ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা করেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত।