ভোলার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি, থ্রি পিস ও মেডিকেল সামগ্রী জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ১৭ হাজার ৮২৪ পিস শাড়ি, ১৬৬ পিস থ্রি পিস ও ৬ হাজার ৪৪২ পিস মেডিকেল আইটেম জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে ভোলার খেয়াঘাট এলাকায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. এম মমিনুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার সদর উপজেলার তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীতে সোমবার ভোরের দিকে সন্দেহজনকভাবে এফভি আবিদ নামের একটি ফিশিংবোট থামার সংকেত দেওয়া হয়। বোটটি না থেমে দ্রুত পালিয়ে যাওয়া চেষ্টা করে। কোস্টগার্ড ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে বোটে থাকা লোকজন পালিয়ে যায়। বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস ও মেডিকেল আইটেম পাওয়া যায়।
মমিনুল ইসলাম আরও বলেন, জব্দ পণ্য ও ফিশিংবোট ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এর সঙ্গে জড়িত সাতক্ষীরার হাফিজুর রহমান মিন্টু, ছিদ্দিক মোড়ল, রজিউল ইসলাম রনি ও পটুয়াখালীর আরিফ জমাতদারের বিরুদ্ধে মডেল থানায় মামলা হয়েছে।