উজিরপুরে নববধূকে যৌন নিপীড়নের অভিযোগে এক প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযুক্ত নাজমুল হক হান্নান উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড ৭০ নম্বর এম ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বুধবার (৪ জানুয়ারি) বিকেলে নববধূর বাবা বাদী হয়ে উজিরপুর থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন। পরে পুলিশ তাকে আদালতে তুললে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছয়দিন আগে উপজেলার বড়াকোঠা ইউনিয়নে ভুক্তভোগীর বিয়ে হয়। আর অভিযুক্ত প্রধান শিক্ষক নাজমুল হক কাজিরা গ্রামের মৃত মকবুল মাস্টারের ছেলে। তিনি দুই সন্তানের জনক। উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রধান শিক্ষক নাজমুল হক হান্নান মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে ওই গৃহবধূর বাসায় যান। সেসময় তিনি গৃহবধূর হাত ধরে টানা-হেঁচড়া করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ভোর ৪টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ওই গৃহবধূর বাবা মন্টু তালুকদার বুধবার বিকেলে উজিরপুর থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ওই মামলায় বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।