হজযাত্রীদের সহযোগিতার জন্য পাঠানো সহায়তা টিমে ধর্ম মন্ত্রণালয়ের কাজের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকার দেয়ার সুপারিশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো: হাফেজ রুহুল আমীন মাদানির সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য মনোরঞ্জন শীল গোপাল, মো: ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এইচ এম ইব্রাহিম এবং মোসা: তাহমিনা বেগম অংশগ্রহণ করেন।
বৈঠকে হজযাত্রীদের সুচিকিৎসা প্রদানের লক্ষ্যে যে মেডিক্যাল টিম পাঠানো হয় সেখানে এ্যাজমা, হৃদরোগ, মেডিসিন ও ডায়াবেটিস রোগে বিশেষজ্ঞ ডাক্তারদের শর্তসাপেক্ষে অন্তর্ভুক্তির জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। ‘আসন্ন হজ্ব ২০২৩-এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বৈঠকে আলোচনা করা হয়।
বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস