ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে মা-মে‌য়েসহ ৪ নারী নিহত

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১১:৩৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • ১১৩০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কা‌লিহাতীর কামাঙ্খা‌মোড় এলাকায় ট্রেনে কাটা প‌ড়ে মা ও মে‌য়েসহ চারজন নিহত হয়েছে। নিহতরা হলেন ভূঞাপুর উপ‌জেলার নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি ও শিল্পী রানী সম্পর্কে মা-মেয়ে। বুধবার (১৯ এপ্রিল) ভোর সা‌ড়ে ৫টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের পা‌শে উপ‌জেলার সল্লা ইউ‌নিয়‌নের কামাঙ্খা‌মোড় এলাকায় এই ঘটনা ঘ‌টে।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের উপ প‌রিদর্শক (এসআই) নাজমুল বলেন, ভোরে চারজন নারী রেললাই‌নের উপর দি‌য়ে হেঁটে যা‌চ্ছিলেন। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা প‌ড়ে ওই চারজনের মৃত্যু হয়।

স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাত আনতে জন্য যাচ্ছিলেন তারা। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ চারজনের মৃত্যু হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

টাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে মা-মে‌য়েসহ ৪ নারী নিহত

আপডেট সময় ১১:৩৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

টাঙ্গাইলের কা‌লিহাতীর কামাঙ্খা‌মোড় এলাকায় ট্রেনে কাটা প‌ড়ে মা ও মে‌য়েসহ চারজন নিহত হয়েছে। নিহতরা হলেন ভূঞাপুর উপ‌জেলার নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি ও শিল্পী রানী সম্পর্কে মা-মেয়ে। বুধবার (১৯ এপ্রিল) ভোর সা‌ড়ে ৫টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের পা‌শে উপ‌জেলার সল্লা ইউ‌নিয়‌নের কামাঙ্খা‌মোড় এলাকায় এই ঘটনা ঘ‌টে।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের উপ প‌রিদর্শক (এসআই) নাজমুল বলেন, ভোরে চারজন নারী রেললাই‌নের উপর দি‌য়ে হেঁটে যা‌চ্ছিলেন। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা প‌ড়ে ওই চারজনের মৃত্যু হয়।

স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাত আনতে জন্য যাচ্ছিলেন তারা। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ চারজনের মৃত্যু হয়।