মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৮ জন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- হাজেরা বেগম (৫০) ও সাইফুল ইসলাম (৩০)। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরিফ (২৩) ও অজ্ঞাত এক নারী মারা গেছেন। বাকি আহতদের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিকল একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন।
ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারহানা জানান, হাসপাতালে যাদের আনা হয়েছে তাদের মধ্যে দুজন মারা গেছেন। আহত ১৮ জনের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।