ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ছাত্রলীগ নেতাকে হত্যার কথা ‘স্বীকার করলেন’ যুবরাজ

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৮:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • ১১৪০ বার পড়া হয়েছে

রাজবাড়ী সদর উপজেলার বরাট এলাকায় ছাত্রলীগ নেতা শেখ সুমন সবুজকে (৩২) গুলি করে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আসামি আজিজুল ইসলাম যুবরাজ (২১)।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন হোসেনের আদালতে ১৬৪ ধারায় যুবরাজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেপ্তার যুবরাজ রাজবাড়ী সদর উপজেলার হাউলি জয়পুর এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।

গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে যুবরাজকে তার নিজ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এর আগে এ হত্যা মামলায় গোলাম মোস্তফা শেখ (৩৪) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মোস্তফা রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ী গ্রামের মো. দিরাজ আলী শেখের ছেলে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রোববার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের শামসুল আলম শেখের ছেলে শেখ সুমন সবুজকে তার নিজ বাড়ির জানালা দিয়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সবুজ বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

ছাত্রলীগ নেতাকে হত্যার কথা ‘স্বীকার করলেন’ যুবরাজ

আপডেট সময় ০৮:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

রাজবাড়ী সদর উপজেলার বরাট এলাকায় ছাত্রলীগ নেতা শেখ সুমন সবুজকে (৩২) গুলি করে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আসামি আজিজুল ইসলাম যুবরাজ (২১)।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন হোসেনের আদালতে ১৬৪ ধারায় যুবরাজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেপ্তার যুবরাজ রাজবাড়ী সদর উপজেলার হাউলি জয়পুর এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।

গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে যুবরাজকে তার নিজ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এর আগে এ হত্যা মামলায় গোলাম মোস্তফা শেখ (৩৪) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মোস্তফা রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ী গ্রামের মো. দিরাজ আলী শেখের ছেলে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রোববার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের শামসুল আলম শেখের ছেলে শেখ সুমন সবুজকে তার নিজ বাড়ির জানালা দিয়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সবুজ বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।