সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ অভিবাসন প্রক্রিয়া দ্রুত ও সেবার মান বাড়াতে বিমানবন্দরে ছয়টি ইলেকট্রনিক গেট (ই-গেট) খোলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। রোববার ছয়টি ই-গেট উদ্বোধন করা হবে।
বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সকাল ১১টায় গেটগুলো উদ্বোধন করবেন। রোববার ছয়টি ই-গেট উদ্বোধন করা হবে। এর মধ্যে তিনটি বের হওয়ার জন্য ও তিনটি প্রবেশের জন্য স্থাপন করা হয়েছে।
তিনি আরো বলেন, যাদের ই-পাসপোর্ট আছে তারা ই-গেটের মাধ্যমে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক মহের উদ্দিন শেখ বলেন, এসব ই-গেট উদ্বোধনের মাধ্যমে প্রবাসীদের দুর্ভোগ লাঘব হবে। দ্রুততম সময়ে ইমিগ্রেশন সম্পন্ন করা যাবে। প্রবাসীদের কথা চিন্তা করে অভিবাসন প্রক্রিয়া দ্রুত ও সেবার মান বাড়াতে এই উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি আরো বলেন, এই প্রযুক্তির মাধ্যমে অভিবাসন ব্যবস্থাকে আরো নিরাপদ ও দ্রুত করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা সহজেই ই-গেট দিয়ে যেতে পারবে, কারণ ই-পাসপোর্ট জমা দেয়ার পরে গেটগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে এবং পুরো প্রক্রিয়াটি ১৮ সেকেন্ডের মধ্যে সম্পন্ন হবে।
এর আগে গত ৭ জুন ঢাকা বিমানবন্দরে ১২টি ই-গেট উদ্বোধন করা হয়।
সূত্র : ইউএনবি