ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জেতার বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তামিম, জিতে বললেন বিরল জয়

রোববার আয়ারল্যান্ডকে অবিশ্বাস্যভাবে হারায় বাংলাদেশ, টাইগাররা সিরিজ জিতে নেয় ২-০ ব্যবধানে। অথচ এই ম্যাচে জয় তো দূর, হারের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। সমর্থকরা তে বটেই, স্বয়ং অধিনায়ক তামিম ইকবালও ছেড়ে দিয়েছিলেন জয়ের আশা!

ম্যাচটি শুরু থেকেই আয়ারল্যান্ডের দিকে ঝুঁকে ছিল। হ্যারি টেক্টর এবং লরকান টাকারের দুর্দান্ত জুটিতে জয়টাও নাগালেই চলে এসেছিল। শেষ ৯ ওভার অর্থাৎ ৫৪ বলে তাদের প্রয়োজন ছিল মাত্র ৫২ রানের, হাতে ছিল সাত উইকেট। আর সেখান থেকেই ম্যাচটি ৪ রানে জিতে নিয়েছে বাংলাদেশ। যা এক কথায় বিস্ময়করই বটে।

নিজেও বিস্মিত ছিলেন দাবি করে তামিম বলেন, ‘যদি বলি আমরা জেতার আশায় ছিলাম, সেটা মিথ্যা বলা হবে। একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা শেষ। কিন্তু ক্রিকেট অদ্ভুত এক খেলা। দুই-একটা উইকেটেই ম্যাচের চেহারা পাল্টে গেল। স্কোরবোর্ডেরও একটা চাপ আছে।’

তবে শেষ মুহূর্তে এসে বিশ্বাস ফিরেছে বলে জানান তামিম। বলেন মোস্তাফিজের ওভারটাই বিশ্বাস ফিরিয়ে দিয়েছে। ‘যেভাবে ফিজ বোলিং করেছে, বিশেষ করে যখন সে ক্যাম্ফার ও টাকারকে আউট করেছে, তখন আমরা বিশ্বাস করা শুরু করি যে জিততে পারি এখন।’

জিততে জিততে হেরে যাওয়ার বেদনায় পুড়তে হয়েছে বাংলাদেশকে। কিন্তু চেমসফোর্ডে আয়ারল্যান্ডকেই সেই যন্ত্রণায় পুড়িয়েছে তামিমের দল। তাই এই জয়টা বাংলাদেশের জন্য বিরল বলছেন তামিম।

এই প্রসঙ্গে অধিনায়ক তামিম বলেন, ‘এ ধরনের ম্যাচ আমরা সবসময় অন্য পাশ থেকে দেখেছি। জেতার পর্যায় থেকে কোনো না কোনোভাবে হেরে গেছি। এ ধরনের পরিস্থিতিতে জেতাটা আমাদের জন্য বিরল ব্যাপার, বিশেষ করে বোলিংয়ের সময়।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

জেতার বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তামিম, জিতে বললেন বিরল জয়

আপডেট সময় ০৫:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

রোববার আয়ারল্যান্ডকে অবিশ্বাস্যভাবে হারায় বাংলাদেশ, টাইগাররা সিরিজ জিতে নেয় ২-০ ব্যবধানে। অথচ এই ম্যাচে জয় তো দূর, হারের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। সমর্থকরা তে বটেই, স্বয়ং অধিনায়ক তামিম ইকবালও ছেড়ে দিয়েছিলেন জয়ের আশা!

ম্যাচটি শুরু থেকেই আয়ারল্যান্ডের দিকে ঝুঁকে ছিল। হ্যারি টেক্টর এবং লরকান টাকারের দুর্দান্ত জুটিতে জয়টাও নাগালেই চলে এসেছিল। শেষ ৯ ওভার অর্থাৎ ৫৪ বলে তাদের প্রয়োজন ছিল মাত্র ৫২ রানের, হাতে ছিল সাত উইকেট। আর সেখান থেকেই ম্যাচটি ৪ রানে জিতে নিয়েছে বাংলাদেশ। যা এক কথায় বিস্ময়করই বটে।

নিজেও বিস্মিত ছিলেন দাবি করে তামিম বলেন, ‘যদি বলি আমরা জেতার আশায় ছিলাম, সেটা মিথ্যা বলা হবে। একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা শেষ। কিন্তু ক্রিকেট অদ্ভুত এক খেলা। দুই-একটা উইকেটেই ম্যাচের চেহারা পাল্টে গেল। স্কোরবোর্ডেরও একটা চাপ আছে।’

তবে শেষ মুহূর্তে এসে বিশ্বাস ফিরেছে বলে জানান তামিম। বলেন মোস্তাফিজের ওভারটাই বিশ্বাস ফিরিয়ে দিয়েছে। ‘যেভাবে ফিজ বোলিং করেছে, বিশেষ করে যখন সে ক্যাম্ফার ও টাকারকে আউট করেছে, তখন আমরা বিশ্বাস করা শুরু করি যে জিততে পারি এখন।’

জিততে জিততে হেরে যাওয়ার বেদনায় পুড়তে হয়েছে বাংলাদেশকে। কিন্তু চেমসফোর্ডে আয়ারল্যান্ডকেই সেই যন্ত্রণায় পুড়িয়েছে তামিমের দল। তাই এই জয়টা বাংলাদেশের জন্য বিরল বলছেন তামিম।

এই প্রসঙ্গে অধিনায়ক তামিম বলেন, ‘এ ধরনের ম্যাচ আমরা সবসময় অন্য পাশ থেকে দেখেছি। জেতার পর্যায় থেকে কোনো না কোনোভাবে হেরে গেছি। এ ধরনের পরিস্থিতিতে জেতাটা আমাদের জন্য বিরল ব্যাপার, বিশেষ করে বোলিংয়ের সময়।’