ফের রাজনৈতিক অস্থিরতায় উত্তাল পেরু। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছে। অগ্রিম নির্বাচন ও সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর জেল থেকে মুক্তির দাবিতে বিক্ষোভে নামলে এ সংঘাত হয়। খবর আল-জাজিরার।
দেশটির মানবাধিকার কার্যালয় গতকাল সোমবার জানায়, জুলিয়াকা শহরে বিক্ষোভকারীরা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়। এরপর সেখানে সংঘর্ষ দেখা দেয়। শহরটিতে সংঘর্ষে নিহতদের মধ্যে দুই কিশোরও আছে। এছাড়া কাছের আরেক শহর চুচুইতোতে বিক্ষোভকারীরা একটি হাইওয়ে অবরোধ করে। এতে একজন নিহত হয়েছে।
গত বছরের ডিসেম্বরে কাস্তিলোকে ক্ষমতা থেকে হটানো হয় এবং জেলে পাঠানো হয়। এর পর থেকে দেশটিতে একের পর এক বিক্ষোভ-সহিংসতার ঘটনা ঘটছে। তবে সবশেষ গতকালের সংঘর্ষে নিহতের সংখ্যা সর্বোচ্চ ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পরই মেক্সিকোর আশ্রয়ে চলে যেতে চেয়েছিলেন পেদ্রো। তবে তার দেহরক্ষীরা তাকে রাজধানী লিমার মেক্সিকান দূতাবাসে আশ্রয় নিতে বাধা দেয়। এর মাত্র কয়েক ঘণ্টা পরে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভাইস-প্রেসিডেন্ট দিনা বোলোয়ার্তে।