হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৬৭২ পিস ইয়াবাসহ মো সোহেল রানা নামের এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। সোহেল রানা পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রামের তায়জল খলিফার ছেলে।
জিয়াউল হক জানান, যাত্রী মো সোহেল রানা বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রার মাধ্যমে সকাল ৯টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গোপন তথ্যের ভিত্তিতে যাত্রীকে শনাক্ত করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে আনা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন।
তিনি আরও জানান, পরে সোহেল রানা তার পকেটের ভেতর থেকে ১ হাজার ৬৭২ পিস ইয়াবা বের দেন। তার বিরুদ্ধে প্রচলিত আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।