রাজধানীর মহাখালী ফ্লাইওভার থেকে লোহার রড পড়ে আঘাত পেয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ১২ বছর। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ফুলহাতা সবুজ গেঞ্জি।
সোমবার সকালে এই ঘটনা ঘটে।
শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান আব্দুল কাদের ইমন নামে এক ব্যক্তি। তিনি জানান, সকাল ১০টার দিকে মহাখালী এলাকার নিউ ডিওএইচএস রোডে রডটি শিশুটির গলায় বিদ্ধ হয়।
আহত ছেলেটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সূত্র : ইউএনবি