১০ দিনের মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুলে তৃতীয়বারের মতো ভয়াবহ আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার স্থানীয় সময় বিকেলের দিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটির তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বোমা হামলাকারী পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পরিকল্পনা করে ব্যর্থ হয়েছিল।
কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছে।
তবে দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কোনো মন্তব্য করেনি