শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয়া চাকরির বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে পুলিশ। প্রায় সাড়ে ছয় ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখার পর রাত সাড়ে আটটার দিকে তাদের সরিয়ে নেয়ার উদ্যোগ নেয় পুলিশ। পুলিশ লাঠিপেটা শুরু করার সঙ্গে সঙ্গেই ছত্রভঙ্গ হয়ে যায় শাহবাগে অবস্থানরত আন্দোলকারীরা। এ সময় ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করা হয়। ফের যাতে আন্দোলনকারীরা একত্রিত হতে না পারে সেটি নিশ্চিতে শাহবাগ ও এর আশেপাশের এলাকায় তল্লাশী চালাচ্ছে পুলিশ।
এদিকে প্রায় ছয় ঘন্টা বন্ধ থাকার পরে ফের শাহবাগ ও এর আশেপাশের এলাকায় স্বাভাবিক হয়েছে যান চলাচল।
এর আগে বেলা ১১টায় শাহাবাগের প্রজন্ম চত্বরে ৩৫ প্রত্যাশীদের সমাবেশ শুরু হয়। পরে বেলা একটা থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে শাহবাগ এলাকায় যানজটের সৃষ্টি হয়। শুরু থেকে তাদের অবস্থানকে ঘিরে সতর্ক অবস্থানে ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। রাতে লাঠিপেটা করার আগে বেশ কয়েকবার তাদের সেখান থেকে সরে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।