ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফিফার বর্ষসেরার তালিকায় মেসি, এমবাপ্পেসহ ১৪ জন

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১১:০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • ১৩৭২ বার পড়া হয়েছে

বিশ্ব ফুটবলের পরিচালনা সংস্থা ফিফার বর্ষসেরা ফুটবলারদের তালিকায় রয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। এ বারের ফুটবল বিশ্বকাপে সোনার বুটজয়ী এমবাপে ও সোনার বলজয়ী মেসি থাকলেও ১৪ জনের তালিকায় নাম নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০২২ সালে একের পর এক বিতর্কে জড়িয়েছেন রোনালদো। বিশ্বকাপেও ব্যর্থ তিনি। সেই কারণেই হয়তো সেরাদের তালিকায় নেই সিআর৭।

২০২২ সালে ফুটবলের দুনিয়ায় যারা ভালো খেলেছেন তাদেরই জায়গা হয়েছে তালিকায়। দেশের ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলও সেখানে বিচার করা হয়েছে। মেসি, এমবাপ্পে ছাড়া তালিকায় রয়েছেন বালঁ দ্যঁর জয়ী করিম বেনজামা। রয়েছেন তরুণ ফুটবলার জুড বেলিংহ্যাম, আশরফ করিমিরা। ব্রাজিলের নেইমার, ক্রোয়েশিয়ার মদ্রিচ, পোল্যান্ডের লেয়নডস্কিও তালিকায় রয়েছেন।

মেসি ছাড়া এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে চমক দিয়েছেন ইউলিয়ান আলভারেস। ম্যাঞ্চেস্টার সিটিতে তাকে সেভাবে দেখা না গেলেও দেশকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছেন তিনি। তাই তিনিও রয়েছেন সেই তালিকায়।

কিন্তু রোনালদোর গত বছর মোটেই ভালো যায়নি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাথে ঝামেলার পরে ক্লাব ছেড়েছেন। ইউরোপের ফুটবল সীমানা ছাড়িয়ে এশিয়ায় পা দিয়েছেন রোনালদো। সই করেছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। যদিও ক্লাবের হয়ে এখনো মাঠে নামতে পারেননি তিনি। হয়তো মেসিদের প্যারিস সঁ জরমঁর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেই অভিষেক করবেন তিনি।

১৪ জনের তালিকা : লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা, ইউলিয়ান আলভারেস, জুড বেলিংহ্যাম, কেভিন দ্য ব্রুইন, আর্লিং হালান্ড, আশরফ হাকিমি, রবার্ট লেয়নডস্কি, সাদিয়ো মানে, লুকা মদ্রিচ, নেইমার, মোহম্মাদ সালাহ্, ভিনিসিয়াস জুনিয়র।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

ফিফার বর্ষসেরার তালিকায় মেসি, এমবাপ্পেসহ ১৪ জন

আপডেট সময় ১১:০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩

বিশ্ব ফুটবলের পরিচালনা সংস্থা ফিফার বর্ষসেরা ফুটবলারদের তালিকায় রয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। এ বারের ফুটবল বিশ্বকাপে সোনার বুটজয়ী এমবাপে ও সোনার বলজয়ী মেসি থাকলেও ১৪ জনের তালিকায় নাম নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০২২ সালে একের পর এক বিতর্কে জড়িয়েছেন রোনালদো। বিশ্বকাপেও ব্যর্থ তিনি। সেই কারণেই হয়তো সেরাদের তালিকায় নেই সিআর৭।

২০২২ সালে ফুটবলের দুনিয়ায় যারা ভালো খেলেছেন তাদেরই জায়গা হয়েছে তালিকায়। দেশের ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলও সেখানে বিচার করা হয়েছে। মেসি, এমবাপ্পে ছাড়া তালিকায় রয়েছেন বালঁ দ্যঁর জয়ী করিম বেনজামা। রয়েছেন তরুণ ফুটবলার জুড বেলিংহ্যাম, আশরফ করিমিরা। ব্রাজিলের নেইমার, ক্রোয়েশিয়ার মদ্রিচ, পোল্যান্ডের লেয়নডস্কিও তালিকায় রয়েছেন।

মেসি ছাড়া এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে চমক দিয়েছেন ইউলিয়ান আলভারেস। ম্যাঞ্চেস্টার সিটিতে তাকে সেভাবে দেখা না গেলেও দেশকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছেন তিনি। তাই তিনিও রয়েছেন সেই তালিকায়।

কিন্তু রোনালদোর গত বছর মোটেই ভালো যায়নি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাথে ঝামেলার পরে ক্লাব ছেড়েছেন। ইউরোপের ফুটবল সীমানা ছাড়িয়ে এশিয়ায় পা দিয়েছেন রোনালদো। সই করেছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। যদিও ক্লাবের হয়ে এখনো মাঠে নামতে পারেননি তিনি। হয়তো মেসিদের প্যারিস সঁ জরমঁর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেই অভিষেক করবেন তিনি।

১৪ জনের তালিকা : লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা, ইউলিয়ান আলভারেস, জুড বেলিংহ্যাম, কেভিন দ্য ব্রুইন, আর্লিং হালান্ড, আশরফ হাকিমি, রবার্ট লেয়নডস্কি, সাদিয়ো মানে, লুকা মদ্রিচ, নেইমার, মোহম্মাদ সালাহ্, ভিনিসিয়াস জুনিয়র।
সূত্র : আনন্দবাজার পত্রিকা