সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার ঘটনায় জামালপুরে আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু ও তার ছেলে ফাহিম ফরমান রিফাতসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে ।
আজ শনিবার জামালপুর জেলার বকশীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম।
এ তথ্য নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা।
তিনি বলেন, উক্ত মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তবে আরো কয়েকজনকে উক্ত মামলায় আটক করা হলেও তদন্তের স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করা হচ্ছে না।
উল্লেখ্য, অভিযুক্ত মাহমুদুল আলম বাবু জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গতকাল শুক্রবার (১৬ জুন) তাকে ওই পদ থেকে সাময়িক বহিস্কার করা হয় বলে জানা গেছে।