ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৭:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • ১৩৫০ বার পড়া হয়েছে

পূর্ব বিরোধেদের জেরে নেত্রকোনার মদনে প্রতিপক্ষের হামলায় সাজাদ মিয়া (৩২) হত্যা মামলার আসামি কবির খাঁকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে জেলার কেন্দুয়া থানার বেখুরহাটি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কবির খাঁ মাখনা গ্রামের মৃত চান খাঁর ছেলে। এর আগে ওই হত্যাকাণ্ডের ঘটনায় আবদুল মজিদ (৬২) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সাজাদ মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী আবদুল মজিদের পরিবারের দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। এনিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও চলে আসছে। গত ২৮ ডিসেম্বর সাজাদ মিয়া বাড়ির সামনের মাঠে হাঁস চড়াতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ান। প্রতিপক্ষের আঘাতে সাজাদ মিয়াসহ ছয়জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজাতকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই মশিউর রহমান বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজহার নামীয় ২ নম্বর আসামি কবির খাঁকে আজ র‌্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে আটক করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, আসামিকে থানায় এখনো আনা হয়নি। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের সঙ্গে রয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩

পূর্ব বিরোধেদের জেরে নেত্রকোনার মদনে প্রতিপক্ষের হামলায় সাজাদ মিয়া (৩২) হত্যা মামলার আসামি কবির খাঁকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে জেলার কেন্দুয়া থানার বেখুরহাটি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কবির খাঁ মাখনা গ্রামের মৃত চান খাঁর ছেলে। এর আগে ওই হত্যাকাণ্ডের ঘটনায় আবদুল মজিদ (৬২) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সাজাদ মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী আবদুল মজিদের পরিবারের দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। এনিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও চলে আসছে। গত ২৮ ডিসেম্বর সাজাদ মিয়া বাড়ির সামনের মাঠে হাঁস চড়াতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ান। প্রতিপক্ষের আঘাতে সাজাদ মিয়াসহ ছয়জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজাতকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই মশিউর রহমান বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজহার নামীয় ২ নম্বর আসামি কবির খাঁকে আজ র‌্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে আটক করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, আসামিকে থানায় এখনো আনা হয়নি। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের সঙ্গে রয়েছে।