বয়ঃসন্ধিকালীন সময়ে কিশোর কিশোরীদের জন্য যৌন প্রজনন স্বাস্থ্যসেবা ও জীবন দক্ষতা বিষয়ে সঠিক তথ্য প্রদানের লক্ষ্যে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা বিদ্যালয়ে ওরিয়েন্টেশন হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) পটুয়াখালী সদরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় এবং পটুয়াখালী ইয়ুথ ফোরামের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এসময় পটুয়াখালী সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কুমার বালা, মেডিকেল অফিসার মুশফিক আহমেদ নিটল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ সহিদুল ইসলাম, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন ও বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, এনসিটিএফ সভাপতি রুবাইয়াত হক সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় ও ইউনিসেফ বাংলাদেশের “ইন্সপায়ার” প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সহযোগিতায় পটুয়াখালীর সদর, গলাচিপা ও মির্জাগঞ্জ উপজেলার মাঠ পর্যায়ে কর্মসূচী বাস্তবায়ন করেছেন পটুয়াখালী ইয়ুথ ফোরাম। প্রকল্পের আওতায় জেলার সকল উপজেলার প্রায় শতাধিক মাধ্যমিক বিদ্যালয়ে ওরিয়েন্টেশন এবং মেলা আয়োজনের মাধ্যমে কিশোর কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ে সঠিক ধারণা দিতে কাজ করা হবে।
এছাড়াও এসময় কিশোর কিশোরীদের সরকারের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা হাসপাতাল ও জেলা হাসপাতালে অবস্থিত কিশোর কিশোরী কর্ণারে বিদ্যমান সেবা গ্রহণে আগ্রহী সৃষ্টি ও সচেতন করা হয়েছে।