ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিএসএফের গুলিতে আহত যুবকের মৃত্যু

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৯:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • ১৪১৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত দেলোয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। দেলোয়ার উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম বুরুঙ্গা ছড়ার আব্দুর রশীদের ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দেলোয়ারের ছোট ভাই আমির হোসেন ও সুনামগঞ্জ ২৮ বিজিবি পরিচালক মো. মাহবুবুর রহমান পিবিজিএম।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বুরুঙ্গা ছড়া এলাকার বিএসএফের ছোড়া গুলিতে দেলোয়ার ও মারধরে এক নারী আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় বিজিবি টহল জোড়দার করেছে বলে জানানো হয়। বিএসএফের গুলি দেলোয়ারের কোমড়ে বিদ্ধ হলে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ তিনি মারা যান।

বিএসএফের গুলি ছোড়া ও নারীকে মারধরের ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বিকেল ৫টা থেকে আধাঘণ্টা পতাকা বৈঠক করে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরপর আজ বড়ছড়া শুল্ক স্টেশন এলাকায় বড়ছড়া আমদানী কারক সমিতির অফিসে দুদেশের কর্মকর্তাদের মধ্যে দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

বিএসএফের গুলিতে আহত যুবকের মৃত্যু

আপডেট সময় ০৯:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩

সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত দেলোয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। দেলোয়ার উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম বুরুঙ্গা ছড়ার আব্দুর রশীদের ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দেলোয়ারের ছোট ভাই আমির হোসেন ও সুনামগঞ্জ ২৮ বিজিবি পরিচালক মো. মাহবুবুর রহমান পিবিজিএম।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বুরুঙ্গা ছড়া এলাকার বিএসএফের ছোড়া গুলিতে দেলোয়ার ও মারধরে এক নারী আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় বিজিবি টহল জোড়দার করেছে বলে জানানো হয়। বিএসএফের গুলি দেলোয়ারের কোমড়ে বিদ্ধ হলে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ তিনি মারা যান।

বিএসএফের গুলি ছোড়া ও নারীকে মারধরের ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বিকেল ৫টা থেকে আধাঘণ্টা পতাকা বৈঠক করে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরপর আজ বড়ছড়া শুল্ক স্টেশন এলাকায় বড়ছড়া আমদানী কারক সমিতির অফিসে দুদেশের কর্মকর্তাদের মধ্যে দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয়।