দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল বুক কর্নার স্থাপনের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় বরিশাল নগরীর ৫নং ওয়ার্ডের ১৬১নং হযরত শাহজালাল (রহ:) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল বুক কর্ণার ও গ্যালারি উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারী) সকালে নগরীর ৫নং ওয়ার্ডের ১৬১নং হযরত শাহজালাল (রহ:) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর শুভ উদ্বোধন করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান ও বরিশাল সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, বরিশাল সদর ইন্সট্রাক্টর জাফরুল ইসলাম, বরিশাল সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর জাহানারা বেগম, সাবেক কাউন্সিলর মাইনুল হক, সাবেক সংরক্ষিত কাউন্সিলর আলামতাজ বেগম, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন।
এছাড়া বিদ্যালয়টির শিক্ষক আলোরাণী মজুমদার, শাহানাজ পারভীন, ফারজানা, ফারহানা ফাহিমা রহমান, পার্থ সারথী সাহা আবদুর রহিম সহ স্থানীয় গণ্যমান্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে উদ্বোধন শেষে হযরত শাহজালাল (রহ:) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আলোরাণী মজুমদারকে বিদায় সংবর্ধণা ও হোসনে আরা বেগমকে মরণোত্তর সংবর্ধনা দেয়া হয়।