পটুয়াখালী লঞ্চঘাটে এমভি সুন্দরবন-১৪ লঞ্চে স্টাফদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে লঞ্চের কেবিন ইনচার্জ আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে পটুয়াখালী লঞ্চঘাটে এ মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের সুপারভাইজার মো. ইউনুস ও কেরানি মশিউরকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে লঞ্চের সুপারভাইজার ইউনুস ও ক্যাশিয়ার মশিউরের সঙ্গে লঞ্চের কেবিন ইনচার্জ আব্দুর রাজ্জাকের কথা-কাটাকাটি হয়। এসময় মশিউর রাজ্জাকের কলার ধরে চড় মারেন। এতে রাজ্জাক অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে হাসপাতাল এলাকায় বিক্ষোভ করেন আব্দুর রাজ্জাকের শুভাকাঙ্ক্ষীরা।