৭২ জন আরোহী নিয়ে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার সকালে রাজধানী কাঠমুন্ডু থেকে পোখারায় যাওয়ার পথে বিমানটি পোখারা বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।
বিমানে ১৫ বিদেশীসহ ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। এখন পর্যন্ত ৪০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে আছে কিনা তা জানা যায়নি।
ইয়েতি এয়ারলাইনসের মুখপাত্র সুদর্শন বর্তাউলা ভারতের এনডিটিভিকে জানিয়েছেন, আজ সকালে বিমানটি ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে কাঠমুণ্ডু থেকে পোখারা যাচ্ছিল। এ সময় পুরোনো বিমানবন্দর ও পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি জায়গায় সেটি বিধ্বস্ত হয়।
স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার সাথে সাথে বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং তাতে সেনাবাহিনীকে যুক্ত করা হয়েছে। আপাতত পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আরো লাশ উদ্ধার হতে পারে। তিনি জানান, বিমানটি দুই টুকরো হয়ে গেছে।
সূত্র : রয়টার্স ও এনডিটিভি