ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কালিগঞ্জে স্কুলছাত্রের মৃত্যু : প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেফতার ৪

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৬:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • ১১২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের মারপিটের পর রাজপ্রতাপ দাশ (১৫) নামে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় ওই ছাত্রের বাবা সোমবার সকালে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মামলায় স্কুলের প্রধান শিক্ষকসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ হেফাজতে থাকা প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুহিত, সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ ও সিদ্ধার্থ রায় চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম।

সোমবার (১৭ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।

কালিগঞ্জ থানার অফিসার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজপ্রতাপ দাশের মৃত্যুর ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, রোববার (১৬ জুলাই) সকালে স্কুলে এক ছাত্রীর জন্মদিনের কেক কাটাকে কেন্দ্র করে শিক্ষকের মারপিটের কারণে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ভাড়াশিমলা ইউনিয়নের হিজলা চন্ডীপুর গ্রামের দীনবন্ধু দাশের ছেলে রাজ প্রতাপের মৃত্যু হয়েছে এমন অভিযোগে শিক্ষকদের অবরুদ্ধ করে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা ব্যাপক বিক্ষোভ করে। একপর্যায়ে শিক্ষকদের ব্যবহৃত আটটি মোটরসাইকেল ভাঙচুর ও দু’টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার পাশাপাশি প্রধান শিক্ষকের কক্ষ ভেঙ্গে তছনছ ও স্কুলে আসবাবপত্র ভাঙচুর করে বিক্ষুব্ধরা। খবর পেয়ে কালিগঞ্জ, দেবহাটা ও সাতক্ষীরা থেকে বিপুল সংখ্যক পুলিশ এসে দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে চার শিক্ষককে পুলিশ হেফাজতে নেয়া হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

কালিগঞ্জে স্কুলছাত্রের মৃত্যু : প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেফতার ৪

আপডেট সময় ০৬:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩

সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের মারপিটের পর রাজপ্রতাপ দাশ (১৫) নামে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় ওই ছাত্রের বাবা সোমবার সকালে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মামলায় স্কুলের প্রধান শিক্ষকসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ হেফাজতে থাকা প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুহিত, সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ ও সিদ্ধার্থ রায় চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম।

সোমবার (১৭ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।

কালিগঞ্জ থানার অফিসার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজপ্রতাপ দাশের মৃত্যুর ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, রোববার (১৬ জুলাই) সকালে স্কুলে এক ছাত্রীর জন্মদিনের কেক কাটাকে কেন্দ্র করে শিক্ষকের মারপিটের কারণে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ভাড়াশিমলা ইউনিয়নের হিজলা চন্ডীপুর গ্রামের দীনবন্ধু দাশের ছেলে রাজ প্রতাপের মৃত্যু হয়েছে এমন অভিযোগে শিক্ষকদের অবরুদ্ধ করে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা ব্যাপক বিক্ষোভ করে। একপর্যায়ে শিক্ষকদের ব্যবহৃত আটটি মোটরসাইকেল ভাঙচুর ও দু’টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার পাশাপাশি প্রধান শিক্ষকের কক্ষ ভেঙ্গে তছনছ ও স্কুলে আসবাবপত্র ভাঙচুর করে বিক্ষুব্ধরা। খবর পেয়ে কালিগঞ্জ, দেবহাটা ও সাতক্ষীরা থেকে বিপুল সংখ্যক পুলিশ এসে দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে চার শিক্ষককে পুলিশ হেফাজতে নেয়া হয়।