বিশ্ব ইজতেমায় নিজ এলাকার মুসল্লীদের যাতায়াতের জন্য প্রতি বছরের ন্যায় এবারও ব্যক্তিগত তহবিল থেকে ফ্রী লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছেন ভোলা-৩ আসনের মাননীয় এমপি জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
গতকাল নিজের দেওয়া লঞ্চে মুসল্লীদের সাথে একত্রে লালমোহন আসছেন এমপি শাওন। সংক্ষিপ্ত সফরে এমপি শাওন বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা, পরিদর্শন এবং লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় দুটি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের লক্ষে এলাকায় আসছেন বলে জানা যায়।
এদিকে বিশ্ব ইজতেমায় যাতায়াতে মুসল্লীদের জন্য এমপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ধারাবাহিক ভাবে প্রতি বছর ফ্রী লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করায় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মুসল্লীগন।