ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের হামলায় অভিযোগ উঠেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে পৌর শহরের হারুনপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গৌরীপুর উপজেলা বিএনপি কালিপুর থেকে মিছিল নিয়ে শহরে প্রদক্ষিণ করার সময় যুবলীগ ও ছাত্রলীগ মিছিলে হামলা করে মারধর শুরু করে। এ সময় উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ আজিজুল হকসহ ১৫ নেতাকর্মী আহত হন।
উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ আজিজুল হক দাবি করেন, যুবলীগ ও ছাত্রলীগ বিনা উস্কানিতে তাদের মিছিলে হামলা করে তিনিসহ অন্তত ১৫ জন নেতাকর্মীকে মারধর করে আহত করেন।