গাজীপুরের শ্রীপুরে শামীম মৃধা (৩৪) নামে এক ইউপি সদস্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত ফলাফলে তিনি জিপিএ-৪.৪৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
শামীম মৃধা উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের আবুল হাসেম মৃধার ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১নং ওয়ার্ডের সদস্য। তিনি গাজীপুরের পুবাইল টেকনিক্যাল কলেজ থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন।
ইউপি সদস্য শামীম মৃধা বলেন, আমি যখন পঞ্চম শ্রেণিতে পড়ি তখন আমাকে কওমি মাদরাসায় ভর্তি করানো হয়। সেখান থেকে আমি হাফেজি সম্পন্ন করি। এরপর সাধারণ শিক্ষা গ্রহণের জন্য ২০০০ সালের দিকে পুনরায় অষ্টম শ্রেণিতে ভর্তি হলেও বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব গ্রহণ ও ছোট ভাইদের দায়িত্ব ঘাড়ে নেওয়ায় খুব একটা এগিয়ে যাওয়া হয়নি। এ অবস্থার মধ্যেই গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে আমি প্রার্থী হয়ে নির্বাচন করি। এলাকার মানুষ আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করে।
তিনি আরও বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে প্রচার হয় যে, নির্বাচনে অংশ নিতে একজন ইউনিয়ন পরিষদ সদস্যকে ন্যূনতম এসএসসি পাস করতে হবে। সরকার যদি ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করে তাহলে তো আমি নির্বাচনে অংশ নিতে পারবো না। তাই আমি ২০২১ সেশনে শ্রীপুরের সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হই। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছেন। পরীক্ষায় পাস করার খবরে আমার এলাকার ভোটাররা ও শুভাকাঙ্ক্ষিরা ফুল-মিষ্টি নিয়ে বাড়িতে আসছেন অভিনন্দন জানাতে। আমি এতে বেশ উৎফুল্ল, আমার ইচ্ছে আছে কলেজে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার।
এ বিষয়ে জানতে চাইলে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন বলেন, ইউপি সদস্য শামীম খুবই দায়িত্বশীল। তার মানুষের সেবা করার মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। এই বয়সে তার শিক্ষা গ্রহণ অন্যান্য মানুষকে অনুপ্রাণিত করবে। শিক্ষার যে কোনো বয়স নেই শামীম মৃধা তার অন্যতম দৃষ্টান্ত।