ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বৃষ্টিতে ভিজে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৬:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • ১১২৩ বার পড়া হয়েছে

একদফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছে সাত সরকারি কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের জন্য এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। অবরোধ কর্মসূচি চলাকালে বৃষ্টি শুরু হলেও সরে যাননি। বৃষ্টিতে ভিজেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। পরে দুপুর পৌনে ২টার দিকে বৃষ্টি শুরু হয়। এসময় অবরোধ কর্মসূচিতে অনড় থেকেছে শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলছেন, একদফা দাবি আদায় না হলে সড়ক ছেড়ে যাবেন না তারা।

এদিকে সড়ক অবরোধে জনভোগান্তির কথা উল্লেখ করে পুনরায় সমন্বয়কের সাথে শিক্ষার্থী প্রতিনিধিদের আলোচনায় বসার আহ্বান জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ। নীলক্ষেত মোড়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন তিনি।

পরে সাংবাদিকদের তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছি। যেকোনো বিষয়ে দাবি-দাওয়ার জন্য রাস্তা বন্ধ করা উচিত নয়। শিক্ষার্থীরা আমার কথা শুনেছেন এবং আলোচনায় বসার জন্য সম্মত হয়েছেন। আমি নিজে শিক্ষার্থীদের নিয়ে সমন্বয়কের কাছে যাব এমন প্রস্তাব দিয়েছি। শিক্ষার্থীরা আমাদের প্রস্তাব শুনেছেন এবং সমন্বয়কের কাছে বসে আলোচনার বসবে বলে বিশ্বাস করি।

এর আগে গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি জানিয়েছিল শিক্ষার্থীরা। দাবি না মানলে আমরণ অনশনের সিদ্ধান্ত জানায় শিক্ষার্থীরা। সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আবারো নীলক্ষেত মোড় অবরোধ করে তারা। এই একদফা দাবি নিয়ে গত কয়েক মাসে বেশ কয়েকবার নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

বৃষ্টিতে ভিজে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট সময় ০৬:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

একদফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছে সাত সরকারি কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের জন্য এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। অবরোধ কর্মসূচি চলাকালে বৃষ্টি শুরু হলেও সরে যাননি। বৃষ্টিতে ভিজেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। পরে দুপুর পৌনে ২টার দিকে বৃষ্টি শুরু হয়। এসময় অবরোধ কর্মসূচিতে অনড় থেকেছে শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলছেন, একদফা দাবি আদায় না হলে সড়ক ছেড়ে যাবেন না তারা।

এদিকে সড়ক অবরোধে জনভোগান্তির কথা উল্লেখ করে পুনরায় সমন্বয়কের সাথে শিক্ষার্থী প্রতিনিধিদের আলোচনায় বসার আহ্বান জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ। নীলক্ষেত মোড়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন তিনি।

পরে সাংবাদিকদের তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছি। যেকোনো বিষয়ে দাবি-দাওয়ার জন্য রাস্তা বন্ধ করা উচিত নয়। শিক্ষার্থীরা আমার কথা শুনেছেন এবং আলোচনায় বসার জন্য সম্মত হয়েছেন। আমি নিজে শিক্ষার্থীদের নিয়ে সমন্বয়কের কাছে যাব এমন প্রস্তাব দিয়েছি। শিক্ষার্থীরা আমাদের প্রস্তাব শুনেছেন এবং সমন্বয়কের কাছে বসে আলোচনার বসবে বলে বিশ্বাস করি।

এর আগে গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি জানিয়েছিল শিক্ষার্থীরা। দাবি না মানলে আমরণ অনশনের সিদ্ধান্ত জানায় শিক্ষার্থীরা। সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আবারো নীলক্ষেত মোড় অবরোধ করে তারা। এই একদফা দাবি নিয়ে গত কয়েক মাসে বেশ কয়েকবার নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা।