ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিএনপি নির্বাচনে আসলে স্বাগত জানাবো : কৃষিমন্ত্রী

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১০:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ১১১৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি জাতীয় নির্বাচনে আসলে আমরা তাদের স্বাগত জানাবো। একমাত্র নির্বাচনে এসেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে আ’লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। আ.লীগকে ক্ষমতা থেকে সরানোর একমাত্র পথ হচ্ছে নির্বাচন।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের ধেরুয়া এলাকায় সবুজ পৃথিবী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তালগাছের চারা রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এ সময়ই তিনি এসব কথা বলেন।

এ সময় কৃষিমন্ত্রী আরো বলেন, আমরা দেখতে চাই এদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার সাথে আছে কিনা। তারা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থাশীল আছে কিনা। আমরা তা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে চাই।

তিনি বলেন, একমাত্র নির্বাচনে এসেই আমাদের ক্ষমতাচ্যুত করতে হবে। তাছাড়া আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার কোনো সুযোগ নেই। পরে মন্ত্রী সবৃজ পৃথিবীর আয়োজনে একটি তাল গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন।

এর আগে বিকেল সাড়ে ৪টায় মন্ত্রী উপজেলার সোহাগপুর ধেরুয়া এসে পৌঁছালে তাকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরফি মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মনসুর মুসা, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, সবুজ পৃথিবীর সভাপতি আনোয়ার হোসেন নবীন প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

বিএনপি নির্বাচনে আসলে স্বাগত জানাবো : কৃষিমন্ত্রী

আপডেট সময় ১০:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি জাতীয় নির্বাচনে আসলে আমরা তাদের স্বাগত জানাবো। একমাত্র নির্বাচনে এসেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে আ’লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। আ.লীগকে ক্ষমতা থেকে সরানোর একমাত্র পথ হচ্ছে নির্বাচন।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের ধেরুয়া এলাকায় সবুজ পৃথিবী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তালগাছের চারা রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এ সময়ই তিনি এসব কথা বলেন।

এ সময় কৃষিমন্ত্রী আরো বলেন, আমরা দেখতে চাই এদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার সাথে আছে কিনা। তারা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থাশীল আছে কিনা। আমরা তা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে চাই।

তিনি বলেন, একমাত্র নির্বাচনে এসেই আমাদের ক্ষমতাচ্যুত করতে হবে। তাছাড়া আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার কোনো সুযোগ নেই। পরে মন্ত্রী সবৃজ পৃথিবীর আয়োজনে একটি তাল গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন।

এর আগে বিকেল সাড়ে ৪টায় মন্ত্রী উপজেলার সোহাগপুর ধেরুয়া এসে পৌঁছালে তাকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরফি মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মনসুর মুসা, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, সবুজ পৃথিবীর সভাপতি আনোয়ার হোসেন নবীন প্রমুখ।