কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার রাত থেকে সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি জানান, কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে সাড়াশি অভিযান চালিয়েছে র্যাব। এতে গোলাগুলি হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান র্যবের এ কর্মকর্তা।