রংপুরের মিঠাপুকুরে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দলীয় সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে এ সংঘর্ষ হয়।
শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে স্থানীয় এমপি (রংপুর-৫) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান এবং মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাঁধে।
সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।
জানা যায়, শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচির আয়োজন করে বিবদমান এ গ্রুপ। এমপি গ্রুপ উপজেলা পরিষদ মডেল মসজিদ সংলগ্ন স্থানে এবং উপজেলা চেয়ারম্যান গ্রুপ মহাসড়কের ওভারব্রিজের নিচে কর্মসূচির আয়োজন করে। উপজেলা চেয়ারম্যান গ্রুপের লোকজন হেনা মেমোরিয়াল কলেজের সামনে থেকে মিছিল সহকারে উপজেলা পরিষদ এলাকা অতিক্রম করার সময় এমপি বিরোধী স্লোগান দিতে থাকলে এমপিপন্থী লোকজন এর প্রতিবাদ জানায়। এতে সংঘর্ষ শুরু হয়।
উল্লেখ্য, এই দুই গ্রুপের মধ্য দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এবং তাদের অনুসারী পৃথক দলীয় কমিটি সেখানে বলবৎ রয়েছে।