ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

উজানী ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, স্থানীয়দের মাঝে আতঙ্ক

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৮:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • ১১২৮ বার পড়া হয়েছে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (৪ অক্টোবর) বিকেল ৪টা থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, ‘উজানের ঢলে ভোর থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। বুধবার তিস্তা নদীর নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে সকাল ৯টা পানি রেকর্ড করা হয় ৫১ দশমিক ৩৫, ১২টায় ৫১ দশমিক ৩৯, দুপুর ১টায় ৫১ দশমিক ৪৩, ২টায় ৫১ দশমিক ৯০, বিকেল ৩টায় ৫২ দশমিক ০৮ এবং ৪টায় ৫২ দশমিক ২০ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)।

এদিকে পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র থেকে জানা গেছে, ভারতে উত্তর সিকিমের চুংথাংয়ে হ্রদের বাঁধ ভেঙে যাওয়ায় সেই পানি ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। এতে করে ভারতের গজলডোবা, দোমোহনি, মেখলিগঞ্জ, ঘিস ও বাংলাদেশের তিস্তাসহ বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে তিস্তার পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তিস্তাপাড়ের মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তিস্তা ব্যারেজ পয়েন্টে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো: আসফাউদ দৌলা জানান, উজানের ঢলে তিস্তার পানি ভোর থেকে বাড়তে শুরু করে এবং বিকেল ৪টায় বিপৎসীমা অতিক্রম করে।

এতে নতুন করে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার নদী তীরবর্তী মানুষজন আবারো বন্যার আশঙ্কা করছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

উজানী ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, স্থানীয়দের মাঝে আতঙ্ক

আপডেট সময় ০৮:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (৪ অক্টোবর) বিকেল ৪টা থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, ‘উজানের ঢলে ভোর থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। বুধবার তিস্তা নদীর নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে সকাল ৯টা পানি রেকর্ড করা হয় ৫১ দশমিক ৩৫, ১২টায় ৫১ দশমিক ৩৯, দুপুর ১টায় ৫১ দশমিক ৪৩, ২টায় ৫১ দশমিক ৯০, বিকেল ৩টায় ৫২ দশমিক ০৮ এবং ৪টায় ৫২ দশমিক ২০ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)।

এদিকে পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র থেকে জানা গেছে, ভারতে উত্তর সিকিমের চুংথাংয়ে হ্রদের বাঁধ ভেঙে যাওয়ায় সেই পানি ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। এতে করে ভারতের গজলডোবা, দোমোহনি, মেখলিগঞ্জ, ঘিস ও বাংলাদেশের তিস্তাসহ বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে তিস্তার পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তিস্তাপাড়ের মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তিস্তা ব্যারেজ পয়েন্টে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো: আসফাউদ দৌলা জানান, উজানের ঢলে তিস্তার পানি ভোর থেকে বাড়তে শুরু করে এবং বিকেল ৪টায় বিপৎসীমা অতিক্রম করে।

এতে নতুন করে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার নদী তীরবর্তী মানুষজন আবারো বন্যার আশঙ্কা করছেন।