ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যাওয়া সকল পর্যটককে দ্বীপ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৪:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • ১২০৫ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে কক্সবাজার সমুদ্র উপকূলকে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। আজ সোমবার রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানানো হয়েছে। নিম্নচাপের প্রভাবে কক্সবাজারসহ দেশের উপকূল ও অন্যান্য স্থানে বৃষ্টি হতে পারে।

এদিকে ৩ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যাওয়া সকল পর্যটককে আজ বিকালের মধ্যে দ্বীপ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, ৩ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় সেন্টমার্টিন দ্বীপ থেকে সকল পর্যটককে আজ বিকালের মধ্যে দ্বীপ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ সকালে টেকনাফ থেকে ৪টি পর্যটক জাহাজ সেন্টমার্টিন দ্বীপে গিয়েছে। এই জাহাজে করে সকল পর্যটককে টেকনাফে নিয়ে আসার জন্য বলা হয়েছে। এর জন্য সেন্টমার্টিন দ্বীপের চেয়ারম্যান ও পুলিশ বিভাগকে মাইকিং করতে বলা হয়েছে, যাতে দ্বীপে কোনো পর্যটক অবস্থান না করেন। তিনি জানান, আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে পর্যটক জাহাজ চলাচল বন্ধ থাকবে।

 

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সতর্কতার সাথে গোসল করতে বলা হয়েছে। পাশাপাশি গভীর পানিতে নামতে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছে।

গভীর সাগরে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি বাংলাদেশের সমুদ্রবন্দর ও উপকূলের ৯০০ থেকে ১০০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। নিম্নচাপের কেন্দ্রের ৪০ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। নিম্নচাপ কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যাওয়া সকল পর্যটককে দ্বীপ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে

আপডেট সময় ০৪:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে কক্সবাজার সমুদ্র উপকূলকে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। আজ সোমবার রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানানো হয়েছে। নিম্নচাপের প্রভাবে কক্সবাজারসহ দেশের উপকূল ও অন্যান্য স্থানে বৃষ্টি হতে পারে।

এদিকে ৩ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যাওয়া সকল পর্যটককে আজ বিকালের মধ্যে দ্বীপ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, ৩ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় সেন্টমার্টিন দ্বীপ থেকে সকল পর্যটককে আজ বিকালের মধ্যে দ্বীপ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ সকালে টেকনাফ থেকে ৪টি পর্যটক জাহাজ সেন্টমার্টিন দ্বীপে গিয়েছে। এই জাহাজে করে সকল পর্যটককে টেকনাফে নিয়ে আসার জন্য বলা হয়েছে। এর জন্য সেন্টমার্টিন দ্বীপের চেয়ারম্যান ও পুলিশ বিভাগকে মাইকিং করতে বলা হয়েছে, যাতে দ্বীপে কোনো পর্যটক অবস্থান না করেন। তিনি জানান, আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে পর্যটক জাহাজ চলাচল বন্ধ থাকবে।

 

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সতর্কতার সাথে গোসল করতে বলা হয়েছে। পাশাপাশি গভীর পানিতে নামতে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছে।

গভীর সাগরে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি বাংলাদেশের সমুদ্রবন্দর ও উপকূলের ৯০০ থেকে ১০০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। নিম্নচাপের কেন্দ্রের ৪০ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। নিম্নচাপ কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে।