সোমবার (২৩ অক্টোবর, ২০২৩) জাতীয় সংসদে আনসার ব্যাটালিয়ন বিল, ২০২৩ তোলা হয়েছে। বিরোধী দলের আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়ে যাওয়ায় চলতি সংসদ অধিবেশনেই বিলটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। বিলটি পাশ হলে আনসার সদস্যরা অপরাধীকে আটক করার ক্ষমতা পাবেন।
আনসার বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তাকারী বাহিনী হিসেবে গঠন করা হয়েছিল। তবে এই বিল পাশ হলে আনসার বাহিনী পুলিশের মতোই ক্ষমতা পাবে।
বিলটিতে বলা হয়েছে, আনসার সদস্যরা অপরাধীকে আটকের পর অবিলম্বে পুলিশের কাছে সোপর্দ করবেন। এছাড়াও, তারা আটক ব্যক্তির দেহ তল্লাশি, কোনো স্থানে প্রবেশ ও তল্লাশি এবং মালামাল জব্দ করতে পারবেন।
বিরোধী দলের সদস্য ফখরুল ইমাম বলেন, এই বিল পাশ হলে পুলিশের কাজ বিভক্ত হয়ে যাবে। এতে আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা দেখা দিতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, দুর্যোগ ও নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিমাণ সদস্য প্রয়োজন, পুলিশ বাহিনীতে এত পরিমাণ সদস্য নেই। তাই আনসার সদস্যদের আটকের ক্ষমতা দেওয়া হয়েছে।