ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভোরে নাটোরে পুড়ল ৩ বাস

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১১:৫৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • ১১১৪ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রামে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলসের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এতে তিনটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। আজ সোমবার ভোররাতে পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ফিলিং স্টেশনের সেলসম্যান নাজমুল হোসেন জানান, সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে একটি বাসে ধোঁয়া দেখতে পেয়ে সেখানে গিয়ে তিনি আগুন দেখতে পান। এ সময় ফিলিং স্টেশনে কর্মরত অন্যরা বনপাড়া ফায়ার স্টেশনে খবর দেয়। এর মধ্যে বাসের পাশে দাঁড়ানো আরও দুটি বাসে আগুন জ্বলতে দেখা যায়।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল ইসলাম জানান, ভোররাতে পাটোয়ারী ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলসের তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এমন সংবাদে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে তিনটি বাসের পুরো অংশ পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, ভোররাতে দুর্বৃত্তরা পাটোয়ারী ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলসের তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে সপ্তম দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধ রোববার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। চলবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে প্রথমে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। এরপর আবার ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা, ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফা এবং ২২ ও ২৩ নভেম্বর ষষ্ঠ দফায় অবরোধ কর্মসূচি পালন করে দলটি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

ভোরে নাটোরে পুড়ল ৩ বাস

আপডেট সময় ১১:৫৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

নাটোরের বড়াইগ্রামে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলসের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এতে তিনটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। আজ সোমবার ভোররাতে পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ফিলিং স্টেশনের সেলসম্যান নাজমুল হোসেন জানান, সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে একটি বাসে ধোঁয়া দেখতে পেয়ে সেখানে গিয়ে তিনি আগুন দেখতে পান। এ সময় ফিলিং স্টেশনে কর্মরত অন্যরা বনপাড়া ফায়ার স্টেশনে খবর দেয়। এর মধ্যে বাসের পাশে দাঁড়ানো আরও দুটি বাসে আগুন জ্বলতে দেখা যায়।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল ইসলাম জানান, ভোররাতে পাটোয়ারী ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলসের তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এমন সংবাদে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে তিনটি বাসের পুরো অংশ পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, ভোররাতে দুর্বৃত্তরা পাটোয়ারী ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলসের তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে সপ্তম দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধ রোববার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। চলবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে প্রথমে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। এরপর আবার ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা, ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফা এবং ২২ ও ২৩ নভেম্বর ষষ্ঠ দফায় অবরোধ কর্মসূচি পালন করে দলটি।