ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বর্তমান এমপিরা স্বতন্ত্র হতে চাইলে যা করতে বললেন ইসি রাশেদা

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৬:৪৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • ১১২২ বার পড়া হয়েছে

বর্তমান এমপিরা স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে আগে পদত্যাগ করতে হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘দলীয় প্রতীকে নির্বাচিত এমপি যারা এবার দলীয় মনোনয়ন পাননি, তারা স্বতন্ত্র হতে চাইলে আগে পদত্যাগ করতে হবে। তা না হলে মনোনয়ন বৈধ হবে না। এটাই নিয়ম।’

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে নির্বাচন কমিশন।

ইসি রাশেদা সুলতানা বলেন, ‘বিএনপি চাইলে এখনো নির্বাচনে আসতে পারে। তবে তাদের নির্ধারিত সময়ের মধ্যেই আসতে হবে। নির্বাচনের একটা মার্জিনাল টাইম আছে। সেই মার্জিনের ভেতরের আসতে হবে। তাহলে আইন-কানুনের মধ্যে থেকেই নির্বাচনের সিডিউল পুনর্বিবেচনা করা হবে। তবে কে নির্বাচনে আসলো আর কে আসলো না এটি কমিশন ভাবছে না। এটি যার যার দলের সিদ্ধান্ত।’

তিনি বলেন, ‘ভোটারদের সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রার্থীদের নিয়েও বসা হবে। কারণ ভোটারদের ভোটকেন্দ্রে আনার দায়িত্ব তাদেরই। এটি কমিশনের কাজ নয়। ভোটাররা যাতে বিনা বাধায় ভোট কেন্দ্রে যাতায়াত করতে পারেন সে বিষয়ে সবরকমেরই ব্যবস্থা নেবে কমিশন। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে কমিশন। আমরা মাঠ পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের সেই নির্দেশনাই দিয়েছি। কেউ আচরণবিধি ভঙ্গ করলে বা কোনো নাগরিক নাশকতার অপচেষ্টা করলেই কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আরও বলেন, ‘যুগে যুগে বিদেশি পর্যবেক্ষকরা এসেছেন। এবারো নির্বাচন পর্যবেক্ষণে দেশি-বিদেশি পর্যবেক্ষকরা থাকবেন। সাংবাদিকরাও থাকবেন। এতে স্বচ্ছতা আরও বাড়বে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কথাও ভাবা হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

বর্তমান এমপিরা স্বতন্ত্র হতে চাইলে যা করতে বললেন ইসি রাশেদা

আপডেট সময় ০৬:৪৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

বর্তমান এমপিরা স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে আগে পদত্যাগ করতে হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘দলীয় প্রতীকে নির্বাচিত এমপি যারা এবার দলীয় মনোনয়ন পাননি, তারা স্বতন্ত্র হতে চাইলে আগে পদত্যাগ করতে হবে। তা না হলে মনোনয়ন বৈধ হবে না। এটাই নিয়ম।’

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে নির্বাচন কমিশন।

ইসি রাশেদা সুলতানা বলেন, ‘বিএনপি চাইলে এখনো নির্বাচনে আসতে পারে। তবে তাদের নির্ধারিত সময়ের মধ্যেই আসতে হবে। নির্বাচনের একটা মার্জিনাল টাইম আছে। সেই মার্জিনের ভেতরের আসতে হবে। তাহলে আইন-কানুনের মধ্যে থেকেই নির্বাচনের সিডিউল পুনর্বিবেচনা করা হবে। তবে কে নির্বাচনে আসলো আর কে আসলো না এটি কমিশন ভাবছে না। এটি যার যার দলের সিদ্ধান্ত।’

তিনি বলেন, ‘ভোটারদের সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রার্থীদের নিয়েও বসা হবে। কারণ ভোটারদের ভোটকেন্দ্রে আনার দায়িত্ব তাদেরই। এটি কমিশনের কাজ নয়। ভোটাররা যাতে বিনা বাধায় ভোট কেন্দ্রে যাতায়াত করতে পারেন সে বিষয়ে সবরকমেরই ব্যবস্থা নেবে কমিশন। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে কমিশন। আমরা মাঠ পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের সেই নির্দেশনাই দিয়েছি। কেউ আচরণবিধি ভঙ্গ করলে বা কোনো নাগরিক নাশকতার অপচেষ্টা করলেই কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আরও বলেন, ‘যুগে যুগে বিদেশি পর্যবেক্ষকরা এসেছেন। এবারো নির্বাচন পর্যবেক্ষণে দেশি-বিদেশি পর্যবেক্ষকরা থাকবেন। সাংবাদিকরাও থাকবেন। এতে স্বচ্ছতা আরও বাড়বে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কথাও ভাবা হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।