পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার সিপি কারখানার পাশে সোমবার ভোর রাতে দাঁড়িয়ে থাকা একটি খড় বোঝাই ট্রাকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ভোরে আগুন লাগার খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকে থাকা খড়গুলো পুড়ে গেলেও ট্রাকটি অক্ষত রয়েছে।