যশোর-১ আসনে নির্বাচনী প্রচারণার সময় জেলা অওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের ওপর হামলা করেছে নৌকা প্রার্থীর সমর্থকরা। এতে ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সতন্ত্র প্রার্থী লিটন সাংবাদিকদের বলেন, আজ মঙ্গলবার সকালে বেনাপোলের ছোট আচড়া গ্রামে নির্বাচনী প্রচারণায় গেলে নৌকা প্রার্থীর সমর্থকরা আমার ওপর হামলা চালায় । এতে আমার ১০ নেতা-কর্মী আহত হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি গাড়ী ভাঙচুর করা হয়েছে। আমি এই আসনে নিরপেক্ষ ভোট হওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করছি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে ঘটনাস্থলে গিয়ে সতন্ত্র প্রার্থী লিটনকে উদ্ধার করি। নির্বাচনী আচরনবিধি ভঙ্গের অভিযোগে ৩ জনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।