ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৬:৫৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • ১১২৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ।

নিহতরা হলেন- ঘোষপালা গ্রামের আবদুস সাত্তারের ছেলে জামাল উদ্দিন (৩৫) ও তার দুই মেয়ে ফাইজা (৬), আনিকা (৪) ও জামাল উদ্দিনের বৃদ্ধা মা আনোয়ারা বেগম (৬৫)।

জানা গেছে, আজ বিকেলে নিজ বসতঘরে জামাল অটোরিকশার ব্যাটারি চার্জ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। জামালের চিৎকার শুনে তার দুই মেয়ে ফাইজা ও আনিকা ছুটে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় ছেলে ও নাতনিদের বাঁচাতে বৃদ্ধা আনোয়ারা বেগম দৌঁড়ে গিয়ে তাদের ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। খবর পেয়ে নান্দাইল মডেল থানার ওসি আবদুল মজিদ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

ওসি আবদুল মজিদ বলেন, ‘মৃত জামাল উদ্দিনের আরও একটি নাবালক কন্যা শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

এদিকে খবর পেয়ে নির্বাচনী প্রচারণা রেখে ওই এলাকার বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন ঘটনাস্থলে আসেন এবং সমবেদনা জানান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

আপডেট সময় ০৬:৫৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ।

নিহতরা হলেন- ঘোষপালা গ্রামের আবদুস সাত্তারের ছেলে জামাল উদ্দিন (৩৫) ও তার দুই মেয়ে ফাইজা (৬), আনিকা (৪) ও জামাল উদ্দিনের বৃদ্ধা মা আনোয়ারা বেগম (৬৫)।

জানা গেছে, আজ বিকেলে নিজ বসতঘরে জামাল অটোরিকশার ব্যাটারি চার্জ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। জামালের চিৎকার শুনে তার দুই মেয়ে ফাইজা ও আনিকা ছুটে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় ছেলে ও নাতনিদের বাঁচাতে বৃদ্ধা আনোয়ারা বেগম দৌঁড়ে গিয়ে তাদের ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। খবর পেয়ে নান্দাইল মডেল থানার ওসি আবদুল মজিদ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

ওসি আবদুল মজিদ বলেন, ‘মৃত জামাল উদ্দিনের আরও একটি নাবালক কন্যা শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

এদিকে খবর পেয়ে নির্বাচনী প্রচারণা রেখে ওই এলাকার বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন ঘটনাস্থলে আসেন এবং সমবেদনা জানান।