ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড দুই জেলায়

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১০:৪২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • ১১১০ বার পড়া হয়েছে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুই জেলা দিনাজপুর ও পঞ্চগড়ে। আজ রোববার সকালে দু’টি জেলায় তাপমাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ।

এছাড়া রাজধানীতেও আজ সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ঢাকায় আজ তাপমাত্রা ১২ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর সূত্র জানিয়েছে, আজ তাপমাত্রা কম হলেও আগামীকাল থেকে তা বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর আরো জানিয়েছে, দেশের দুই বিভাগসহ ২৮টি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। রাজশাহী ও রংপুর বিভাগের মোট জেলার সংখ্যা ১৬। এর বাইরে আরো ১২ জেলায় আজ শৈত্যপ্রবাহ বইছে। জেলাগুলো হলো গোপালগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, কুমিল্লা ও পটুয়াখালী।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাত দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। আজ এক দিনের ব্যবধানে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি নেমে গেল।

তাপমাত্রা আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ থাকে বলে গণ্য করা হয়। তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসে নামলে, তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ। সে অনুযায়ী, আজ পঞ্চগড় ও দিনাজপুরে তীব্র শৈত্যপ্রবাহ বইছে। কিন্তু আবহাওয়া অধিদফতর একে তীব্র শৈত্যপ্রবাহ বলছে না।

এর কারণ হিসেবে অধিদফতরের আবহাওয়াবিদ মো: বজলুর রশীদ বলেন, ‘পরপর দুই দিন তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে সে সময় তীব্র শৈত্যপ্রবাহ ঘোষণা করা হয়। কিন্তু আমাদের পূর্বাভাস বলছে, আগামীকাল আবার তাপমাত্রা বেড়ে যাবে। তাই এখনই এটাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হচ্ছে না। আগামীকাল দেশের সর্বত্রই তাপমাত্রা আজকের চেয়ে বেড়ে যেতে পারে খানিকটা।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড দুই জেলায়

আপডেট সময় ১০:৪২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুই জেলা দিনাজপুর ও পঞ্চগড়ে। আজ রোববার সকালে দু’টি জেলায় তাপমাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ।

এছাড়া রাজধানীতেও আজ সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ঢাকায় আজ তাপমাত্রা ১২ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর সূত্র জানিয়েছে, আজ তাপমাত্রা কম হলেও আগামীকাল থেকে তা বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর আরো জানিয়েছে, দেশের দুই বিভাগসহ ২৮টি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। রাজশাহী ও রংপুর বিভাগের মোট জেলার সংখ্যা ১৬। এর বাইরে আরো ১২ জেলায় আজ শৈত্যপ্রবাহ বইছে। জেলাগুলো হলো গোপালগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, কুমিল্লা ও পটুয়াখালী।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাত দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। আজ এক দিনের ব্যবধানে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি নেমে গেল।

তাপমাত্রা আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ থাকে বলে গণ্য করা হয়। তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসে নামলে, তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ। সে অনুযায়ী, আজ পঞ্চগড় ও দিনাজপুরে তীব্র শৈত্যপ্রবাহ বইছে। কিন্তু আবহাওয়া অধিদফতর একে তীব্র শৈত্যপ্রবাহ বলছে না।

এর কারণ হিসেবে অধিদফতরের আবহাওয়াবিদ মো: বজলুর রশীদ বলেন, ‘পরপর দুই দিন তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে সে সময় তীব্র শৈত্যপ্রবাহ ঘোষণা করা হয়। কিন্তু আমাদের পূর্বাভাস বলছে, আগামীকাল আবার তাপমাত্রা বেড়ে যাবে। তাই এখনই এটাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হচ্ছে না। আগামীকাল দেশের সর্বত্রই তাপমাত্রা আজকের চেয়ে বেড়ে যেতে পারে খানিকটা।’